দ্বিতীয় ঢেউয়ে এই প্রথম মৃত্যু শূন্য হল কলকাতা

যথেষ্ট স্বস্তি মিলল রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা। দীর্ঘ সময় বাদে অনেকটাই কমল সংক্রমণের সংখ্যা। এর পাশাপাশি বড়সড় স্বস্তি দিল মৃত্যুর সংখ্যায়। সোমবার সন্ধের স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬৬৬ জন। এদিন রাজ্যের পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ১.৬৫ শতাংশ। এদিন রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫ লক্ষ ১৮ হাজার ৮৪৭ জন। পাশাপাশি দীর্ঘ চার মাস বাদে শনিবার মৃত্যুহীন ছিল কলকাতা। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই কলকাতায়। দৈনিক মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে দার্জিলিং এবং পশ্চিম মেদিনীপুর। দুই জেলাতেই মৃত্যু হয়েছে ৩ জনের। উত্তর ২৪ পরগনায় একদিনে মৃত্যু হয়েছে ২ জনের। জলপাইগুড়ি, নদীয়া, হাওড়া, হুগলিতে একজন করে মৃত্যু হয়েছে।

সবমিলিয়ে গোটা রাজ্যে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ১১ জন। সবমিলিয়ে যাঁদের মধ্যে কোভিডজয়ী হয়েছেন ১৪ লক্ষ ৮৮ হাজার ৭৭ জন। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৬ জন। যা দৈনিক আক্রান্তের চেয়ে অনেকটাই বেশি। ফলে রাজ্যের সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৭.৯৭ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *