আর্থিক সংকট পরিস্থিতির মাঝেই বিনামূল্যে আটা দেওয়ার ঘোষণা সরকারের তরফে

বিগত বেশ কিছুদিন ধরে বারংবার পাকিস্তানের আর্থিক সংকট নিয়ে উঠেছে কথা। খাদ্য শস্য নিয়ে চলছে হানাহানি। লোন দিচ্ছে না আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার। প্রতিবেশী দেশে মুদ্রাস্ফিতির হার ৩৫ শতাংশেরও বেশি হয়ে গিয়েছে। দু’বেলা দু’মুঠো খাবার জোগাতেই নাজেহাল অবস্থা হচ্ছে পাকিস্তানিদের।

এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মুখে খাবার তুলে দিতে তাদের বিনামূল্যে আটা দেওয়ার প্রকল্প চালু করেছে শেহবাজ শরিফের সরকার। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সেই প্রকল্পই এখন গরিব মানুষের জন্য বিপদের একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। এক বস্তা আটা নেওয়ার জন্য সেখানে মাঝে মধ্যেই সংঘর্ষ বেঁধে যাচ্ছে মানুষের মধ্যে। যা নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করতে হচ্ছে প্রশাসনকে।

শুধুমাত্র ১০ কেজি আটা পাওয়ার জন্য লম্বা লাইনে দাঁড়াচ্ছেন হাজার হাজার মানুষ এবং বিশেষত মহিলারা। রমজানের আগে অবধি পাকিস্তানে কেজিপ্রতি ১১৫৬ টাকা দরে আটা পাওয়া যাচ্ছিল। কিন্তু তারপর আরও খারাপ হয়েছে পরিস্থিতি। সরকারের তরফে তাই মানুষের খিদে মেটাতে দেওয়া হচ্ছে বিনামূল্যে আটা। জানা গিয়েছে, ইতিমধ্যেই দেশজুড়ে ৩০ লক্ষ ব্যাগ আটা দেওয়া হয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *