দুর্নীতির অভিযোগের মাঝেই খাদ্য দফতর নিয়ে বড় নির্দেশ

এই মুহুর্তে একাধিক দুর্নীতির অভিযোগে জর্জরিত রাজ্য। এই পরিস্থিতিতে খাদ্য দফতর নিয়ে এবার বড় নির্দেশ। নতুন কন্ট্রাক্টচুয়াল ডাটা অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। মামলা শেষ না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশের নির্দেশ বহাল থাকবে।

এই স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়। খাদ্য দফতরের নিয়োগ নিয়ে আগেই প্রশ্ন উঠে গিয়েছিল। স্বজন পোষণ শুধু নয়, স্বচ্ছতা মেনে নিয়োগ হয়নি, এমন অভিযোগ উঠেছে। এবার কন্ট্রাক্টচুয়াল ডাটা অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ এল।

১৬১ জন কন্ট্রাক্টচুয়াল কর্মীকে সরিয়ে কী করে নতুন ভাবে অস্থায়ী কর্মী নিয়োগ করছে খাদ্য দফতর, এই প্রশ্ন তুলেই মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। তার প্রেক্ষিতেই রাজ্য সরকারকে হলফনামা আকারে নিজেদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী অস্থায়ী কর্মীকে বরখাস্ত করে পুনরায় অস্থায়ী কর্মী নিয়োগ করা যায় না। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৭ সেপ্টেম্বর।  

গত সপ্তাহেই কলকাতা হাইকোর্ট খাদ্য দফতরে নিয়োগ নিয়ে বড় নির্দেশ দিয়েছিল। ফুড ইন্সপেক্টর নিয়োগ নিয়ে যে বেনিয়মের মামলা ছিল তা প্রায় এক যুগ পরে ফিরেছে ‘স্যাটে’। নিয়োগে কোনও রকম স্বজন পোষণ ও দুর্নীতি হয়েছে কি না, তাই খতিয়ে দেখে আগামী দু মাসের মধ্যে রায় দিতে হবে ‘স্যাট’কে।

এর আগে ২০১০ সালে ৬৫০ জন ফুড ইন্সপেক্টর নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছিল। যদিও ২০১২ সালে ‘স্যাট’ জানিয়েছিল ওই মামলায় কোনও সমস্যা নেই। তবে কলকাতা হাইকোর্টে মামলা এলে ডিভিশন বেঞ্চ স্বজন পোষণ ও দুর্নীতির তদন্ত করতে নির্দেশ দেয় ‘স্যাট’কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *