বিপত্তি মাঝ আকাশে, প্রশ্ন উঠেছে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে

ফের আবার ক্ষোভের মুখে দেশের প্রধানমন্ত্রী। কড়া নিরাপত্তার মাঝেও মাঝ আকাশে ঘটলো বিপত্তি। তার ফলে প্রশ্ন উঠেছে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নিরাপত্তা নিয়ে। কারণ তাঁর চপার আকাশে উড়তেই তার আশেপাশে দেখা গেল ‘কালো বেলুন’! এই ঘটনায় রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়েছে, উঠেছে একাধিক প্রশ্ন। সাধারণত প্রোটোকল অনুযায়ী, দেশের প্রধানমন্ত্রীর চপার যেখানে নামে, সেটাই ‘নো ফ্লাইং জোন’ করে দেওয়া হয়।

কিন্তু ওড়ানো তো দূর, ছাতা পর্যন্ত খোলা যায় না। সেই জায়গায় কালো বেলুন ওড়ানো হল কী করে তা নিয়ে হতবাক সকলে। এই নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তবে বিজেপির তরফ থেকে কংগ্রেসকে দায়ি করা হচ্ছে। কারণ যে জায়গায় এই ঘটনা ঘটেছে সেখানে বেশ কিছু কংগ্রেস সমর্থক এবং কর্মী প্রতিবাদ জানাচ্ছিল বলে খবর।

অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকেই যখন তাঁর চপার আকাশে উঠেছে তখনই তাঁর চপারের কাছে দেখা যায় কালো বেলুন। স্বাভাবিক ভাবেই প্রশ্ন, যে পরিস্থিতিতে বেলুন, ড্রোন তো দূর ঘুড়িও ওড়ানো যায় না সেখানে কী ভাবে এই বেলুন ওড়ানো হল। তাও আবার প্রধানমন্ত্রীর চপারের একদম কাছাকাছি।

বিশেষজ্ঞদের মতে, ওই বেলুনের সঙ্গে চপারের পাখার কোনও রকম সংস্পর্শ হলে বড় রকমের বিপদ ঘটে যেতে পারত। সেটা হয়নি ভাগ্যবশত। কিন্তু সেখানে কী করে কালো রঙের বেলুন চলে এল, তার উত্তর খোঁজা চলছে। অন্ধ্রপ্রদেশের ভীমাভরমে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি কর্মসূচি ছিল। সেখানে আল্লুরি সীতারাম রাজুর মূর্তি উন্মোচনের কথা ছিল তাঁর। অনুষ্ঠান শেষে ফেরার পথেই ঘটল এই বিপত্তি। ইতিমধ্যেই কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *