আলোর উৎসবের মাঝেই অভিনব প্রতিবাদ চাকরিপ্রার্থীদের

রাজ্য জুড়ে চলছে উৎসবের মরসুম।একদিকে গোটা রাজ্যে আলোর রোশনাই, অন্যদিকে কিছু মানুষের জীবনে নেমে এসেছে অন্ধকার৷ চাকরির দাবিতে পথে পড়ে রয়েছে ওঁরা৷ ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে বসে টেট চাকরিপ্রার্থীদের। ১২৫ দিনে পড়ল তাঁদের আন্দোলন। গত ৭০ দিন ধরে চলছে তাঁদের রিলে অনশন৷

উচ্চ প্রাথমিকের টেট চাকরিপ্রার্থীদের পাশাপাশি রাজ্যের গ্রুপ ডি এবং গ্রুপ সি চাকরিপ্রার্থীরাও তাঁদের পাশে মঞ্চ বেঁধে আন্দোলনে সামিল৷ তবে দীপাবলীতে অভিনব প্রতিবাদ করলেন চাকরিপ্রার্থীরা। চাকরির দাবিতে ‘হীরক রাজার দেশে’ সিনেমার নাট্যরুপ আয়োজন করলেন চাকরি প্রার্থীরা৷ প্রাপ্য চাকরি থেকে বঞ্চনা ও নিয়োগ দুর্নীতির প্রতিবাদে এদিন অভিনব আন্দোলন দেখা গেল ধর্মতলায়।

নাটকের মাধ্যমে তুলে নিজেদের যন্ত্রণার কথা তুলে ধরলেন চাকরিপ্রার্থীরা। প্রদীপ জ্বালিয়ে প্ল্যাকার্ডে লেখেন আলোহীন দীপাবলি। সেই সঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগানও তোলেন তাঁরা৷ এদিন চাকরিপ্রার্থীদের মধ্যেই একজন সেজেছিলেন হীরক রাজা। অপর দু’জন ধরা দেন গুপী এবং বাঘার বেশে। আর সংলাপ ছিল বর্তমান নিয়োগ দুর্নীতির সঙ্গে সাযুজ্য রেখে।

এই নাটকে হীরক রাজা বলেন, ‘‘জয়গান করে লাভ নাই। আমার কিছু মালকড়ি চাই। যাদের আমি পুষি, তোমাদের কাছে আমি মোটেই নয় খুশি।” এরপর তিনি বলেন, “সময় সময় করে দিন যাচ্ছে বেড়ে। টাকা কড়ির দেখা নাই। উপদেষ্টা, করবেন নাকি চেষ্টা।” একইসঙ্গে রাজা বলেন, “লেখাপড়া করে যে, অনাহারে মনে সে। রাজ্যে এখন নিয়োগ নাই। নিয়োগ সামনে এলে আমরা করব কামাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *