আগামীতে গোটা দেশেই ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল বিক্রি হতে চলেছে

দেশের একাধিক জায়গায় পেট্রোলের সঙ্গে ইথানল মিশিয়ে সস্তার জ্বালানি বিক্রি হচ্ছে। আগামীতে জ্বালানির দাম আরও কমাতে গোটা দেশেই ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল বিক্রি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২৫ সালের মধ্যেই তা কার্যকর হবে বলে আজ ঘোষণা করেছেন।

আজকে জি২০ জ্বালানি মন্ত্রীদের সম্মেলনে ভাষণ রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন  ভারতে আগামী ২০২৫ সালের মধ্যে সর্বত্র ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল বিক্রি হবে। মোদী আজ বলেন, ‘আমাদের প্রযুক্তিগত ঘাটতি পূরণের উপায় খুঁজে বের করতেই হবে। পাশাপাশি জ্বালানি সরবরাহের বিষয়টিও সুনিশ্চিত করতে হবে।’

উল্লেখ্য  গত ৬ই ফেব্রুয়ারি মোদী সরকারের তরফে ১১টি রাজ্যের ৮৪টি পেট্রোল পাম্পে ২০ শতাংশ ইথানল মিশ্রিত জ্বালানি বিক্রি শুরু করা হয়েছে। এরপর অমিত শাহও ঘোষণা করেছিলেন যে ২০২৫ সালের মধ্যে দেশের সর্বত্র ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল বিক্রি করা হবে। জানা গিয়েছে, এই লক্ষমাত্রা পূরণ করতে প্রতিদিন ৯০০০ লিটার ইথানল উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে কেন্দ্র। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *