বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতির নিয়ে ফের প্রশ্নের মুখে তদন্তকারী সংস্থার ভূমিকা।
এবার মানিক ভট্টাচার্যের জামিন মামলায় প্রশ্নের মুখে ইডি। এদিন কলকাতা হাইকোর্টে মানিক ভট্টাচার্য জামিন মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। ইডি তরফে বক্তব্য জানানোর কথা ছিল। তবে ইডি তরফে আর্জি, ইডির সিনিয়র কাউন্সিল ফিরোজ এডুলজি শহরে নেই। তাই এই শুনানির দিন পেছনোর আর্জি জানায় ইডি। এতেই বিরক্তি প্রকাশ করেন জাস্টিস ঘোষ।
তিনি বলেন, এভাবে যদি মামলায় বারবার দিন পিছিয়ে দিতে হয় তাহলে মুশকিল। এদিন সতর্কবার্তা দিয়ে বিচারপতি বলেন, এরপর কোনওভাবে যেন শুনানির পরবর্তী দিন পিছনোর আবেদন না করা হয়। আগামী ১২ অগস্ট বেলা সাড়ে ৩ টায় মামলার পরবর্তী শুনানি রয়েছে।