বিচার কক্ষেই পর্দাফাঁস, পরীক্ষার্থী নিজেই স্বীকার করলেন তার জালিয়াতি

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার আদালতে বসেই QR স্ক্যান করে জয়েন্টের ছাত্রের জালিয়াতি ফাঁস করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় অংশ নেওয়া এক পরীক্ষার্থীর দাবি, ফল বেরোনোর পর তিনি যখন ওয়েবসাইটে নিজের র‌্যাঙ্ক দেখেন, তখন তার ‘GMR’ বা ‘General Merit Rank’ ছিল ১৬ এবং ‘PMR’ বা ‘Pharmacy Merit Rank’ ছিল ২৪১। এরপরে ফের যখন তিনি নিজের র‌্যাঙ্ক দেখেন, তখন তার ‘GMR’ রাঙ্ক হয়ে যায় ১৪৩৯ এবং ‘PMR’ দেখায় ৩২৮৫।

দেখা যায় পরীক্ষার্থীর দ্বিতীয়বারের রাঙ্কটাই ঠিক। এরপর বিচারপতির কড়া প্রশ্নের মুখে পড়ে নিজেই তিনি স্বীকার করে নেন, তিনি র‌্যাঙ্ক সংক্রান্ত ডাউনলোডেড নথি জালিয়াতি করেছেন। আসলে অভিযুক্ত জয়েন্টের ফল সংক্রান্ত নথি ডাউনলোড জাল করতে পারলেও বোর্ডের কোড জাল করতে পারেননি। যখনই বিচারপতি নিজের ‘QR Code’ স্ক্যান করেন, তখন সত্যি ঘটনা বেরিয়ে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *