বড় ভাঙ্গন শাসক শিবিরে, কংগ্রেসে নাম লেখালেন একাধিক সদস্য

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে তৃণমূলে ভাঙ্গন অব্যাহত। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মালদার মানিকচক কেন্দ্রের বিধায়ক সাবিত্রী মিত্রের অনুগামীরা ছাড়লেন শাসকদল, হাতের হাত ধরে নাম লেখালেন কংগ্রেসে।

মালদা তৃণমূলের প্রাক্তন সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন, তার স্ত্রী জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের বর্তমান সদস্য সাবিনা ইয়াসমিন ও তৃণমূল কংগ্রেস পরিচালিত মানিকচক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আশারুজ্জামান, বিকাশ মণ্ডল সহ মোট ৪০০ জন এদিন ঘাসফুল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন।

এদিন তৃণমূল যুবর মালদা জেলার সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, তৃণমূল কংগ্রেস পরিচালিত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সীমা বিবি, চৌকি মির্জাদপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মোস্তাক আলম সহ মানিকচক ব্লকে ১১টি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের টিকিটে গত নির্বাচনে জয়ী পঞ্চায়েত সদস্যরা শাসকদল ছাড়েন। এবার এই দল বদলের প্রভাব ভোটবাক্সে কতটা পড়ে সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *