সংক্রমণের নিরিখে আবার চিন্তা ধরাচ্ছে বাড়তে থাকা সংখ্যা

কদিন স্বস্তি দিয়েই আবার ওপরের দিকে উঠলো করোনা সংক্রমণের সংখ্যা। তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে দেশের কোভিড গ্রাফে ওঠাপড়া অব্যাহত। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯৪৯ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১০ লক্ষ ২৬ হাজার ৮২৯। গত ২৪ ঘণ্টায় দেশের করোনার বলি ৫৪২ জন। গোটা অতিমারি পর্বে কোভিডের জেরে দেশে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১২ হাজার ৫৩১ জনের। একদিনের মারণ ভাইরাসের কবলমুক্ত হয়েছেন ৪০ হাজারেরও বেশি রোগী। কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। দেশে দৈনিক সংক্রমণের হার অবশ্য নিয়ন্ত্রণেই রয়েছে। শুক্রবার তা ১.৯৯ শতাংশ। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীও কমেছে। এখন দেশে মোট সক্রিয় রোগী রয়েছেন ৪ লক্ষ ৩০ হাজার ৪২২ জন। ইতিমধ্যে ৩৯ কোটি ৫৩ লক্ষ ৪৩ হাজার ৭৬৭ জন দেশবাসীর টিকাকরণ সম্পন্ন হয়েছে। তা সত্ত্বেও বেশ কয়েকটি রাজ্যে করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ চিন্তা জারি রাখছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের।

অন্য দিকে, বাংলার কোভিড গ্রাফ আজ আবার কিছুটা অস্বস্তি বাড়াল। আজকের বাংলার তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ৮৯১ জন। সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ১৫ হাজার ৪৯৯ জন। এদিকে, করোনাকে হারিয়ে এক দিনে জয়ী হয়েছেন ১ হাজার ০৮৯ জন।  রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪, ৮৩,৯৯২। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭. ৯১ শতাংশ। অন্যদিকে, গত একদিনে রাজ্যে মৃত্যুর সংখ্যা ১২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *