জাপানে ভূমিকম্পে সরে গেল সমুদ্র, বেরিয়ে এল সম্পূর্ণ নতুন ভূখণ্ড

বছরের শুরুতেই জাপানের নোটো অঞ্চল ভূমিকম্পে কেঁপে উঠেছিল। নোটো আসলে জাপানের এক উপদ্বীপ। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৭.৫। ফলে নতুন বছর জাপানের জন্য যে খুব একটা ভালো ছিল না, তা ভূমিকম্পের ভয়াবহতা দেখলেই বোঝা যায়।

এই ভূমিকম্পে প্রায় ২১৩ জন প্রাণ হারান। ২৫ হাজারেরও বেশি মানুষ শিবিরে আশ্রয় নিয়েছিলেন । বহু পরিবার দীর্ঘদিন জল এবং বিদ্যুৎ ছাড়া দিন কাটিয়েছেন। কিন্তু এই সমস্ত  খবরের মাঝে একটি খবর সবার নজর কেড়েছে। ভূমিকম্পের কারণে জলের তলা থেকে বেড়িয়ে এসেছে বিস্তীর্ণ ভূমি ফলে জাপানের সমুদ্র পিছিয়ে গেছে।

বিশেষজ্ঞদের মতে, এইদিনের ভূমিকম্পের তীব্রতায় সমুদ্র পিছিয়ে গেছে। বেড়িয়ে আসে দুটি ফুটবলের মাঠের সমান ভূমি । উপকূলবর্তী অঞ্চলে প্রায় ২৫০ মিটার জমি জেগে উঠেছে। ফ্রান্সের একটি সমাজ মাধ্যমে জাপানের নোটো উপদ্বীপের আগের এবং পরের একটি ছবি থেকে স্পষ্ট ভূমিকম্পের তীব্রতা। টোকিয়ো বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞেরা জানিয়েছেন, নোটো উপদ্বীপের উত্তরপশ্চিম উপকূলের অনুসন্ধানে নেমে, তারা অন্তত ১০টি স্থানে জমি জেগে ওঠার প্রমাণ পেয়েছেন।