ইসলামপুরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে বাইকে করে সেন্টারে পৌঁছে দেন সিভিক ভলেন্টিয়ার

এডমিট কার্ড ভুলে যাওয়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে সিভিক ভলেন্টিয়ার তার বাইকে বসিয়ে  এডমিট কার্ড নিয়ে এসে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন। এমনই চিত্র ইসলামপুর মিলনপল্লী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রাজ্যের সর্বত্রই  উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। ইসলামপুর পুলিশ এলার পক্ষ থেকে পুলিশি তৎপরতাও যথেষ্ট রয়েছে।

পরীক্ষার্থীদের সহায়তায় তৈরি করা হয়েছে  হেল্প ডেস্ক করা হয়েছে। আজ প্রথম ভাষার পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হল এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গিয়েছে। ছাত্র-ছাত্রীরা তাদের নিজ নিজ পরীক্ষার সেন্টারে এসে উপস্থিত হন।

এরই মধ্যে ইসলামপুরের গুনজুড়িয়ার পাচু রসিয়া হাইস্কুলের এক ছাত্রী তার এডমিট কার্ড ভুলে যান পুলিশকে জানালে সিভিক ভলেন্টিয়ার তাকে বাইকে করে নিয়ে যান এবং তার এডমিট কার্ড নিয়ে এসে তাকে আবার  মিলনপল্লী হাইস্কুলে পরীক্ষার সেন্টারে পৌঁছে দেন।