দিল্লি সরকারের শেয়ার করা ডেটাতে ২৮ ডিসেম্বরে ৪,৩৯২টি লঙ্ঘন রেকর্ড করা হয়েছে। ৪,৪২৮টি কেস মাস্ক না পরায় চিহ্নিত হয়েছে। উত্তর দিল্লি, এই ধরনের লঙ্ঘনের সর্বাধিক সংখ্যা (৭০০) রিপোর্ট করেছে,এছাড়া পূর্বে (৬৩৫) এবং দক্ষিণ-পশ্চিমেও(৫০২)লঙ্ঘন হয়েছে। ৮৩ জন সামাজিক দূরত্ব বজায় না রাখার জন্য এবং ৬০ জন পাবলিক প্লেসে থুতু ফেলার জন্য চিহ্নিত করা হয়েছে। একই দিনে কোভিড বিধি লঙ্ঘনের জন্য ৬৯টি এফআইআর নথিভুক্ত করা হয়েছে, তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিস্ময়করভাবে ৮৬,৩৩,৭০০ জরিমানা আদায় করা হয়েছে,যা দিল্লি সরকার জানিয়েছে। কোভিড মামলা বৃদ্ধির জন্য দিল্লি 'হলুদ সতর্কতা'-এ রয়েছে,যার অর্থ রাতে কারফিউ, শিক্ষা প্রতিষ্ঠান, সিনেমা এবং জিম বন্ধ থাকার পাশাপাশি মেট্রো ট্রেন এবং পাবলিক বাসে ৫০ শতাংশের মতো বিধিনিষেধ মেনে চলতে হবে। রেস্তোঁরা এবং বারগুলি রাত ১০ টায় বন্ধ হয়ে যাবে এবং তারাও অর্ধেক ক্ষমতায় কাজ করবে। বেসরকারী অফিসগুলি ৫০ শতাংশ ক্ষমতায় কাজ করবে এবং মল দোকানগুলি সকাল ১০ টা থেকে রাত ৮ টার মধ্যে কাজ করতে পারে।