জি২০ বৈঠকে ভারতীয় অর্থব্যবস্থার প্রতি সদস্যদের গুরুত্ব

বেঙ্গালুরুতে ‘জি২০ ফাইন্যান্স অ্যান্ড ডেপুটি চিফ অব সেন্ট্রাল ব্যাংকস’-এর প্রথম বৈঠক সমাপ্ত হয়েছে। এই বৈঠকে বৈশ্বিক অর্থনীতির সমস্যা সমাধানে ভারতের অগ্রাধিকারমূলক প্রস্তাবগুলি পেশ করা হয়, যা সদস্য দেশগুলির পূর্ণ সমর্থন লাভ করে।

দুইদিনের বৈঠকে ভারতের সভাপতিত্বে ‘ফিনান্স ট্র্যাক’ বিষয়ক আলোচনার আয়োজক ছিল অর্থমন্ত্রক ও রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। দ্বিতীয় দিনের বৈঠকে তিনটি অধিবেশন হয়েছে, যেখানে মূলত তিনটি বিষয়ে আলোচনা হয়েছে। যে তিনটি বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে সেগুলি হল – ইন্টারন্যাশনাল ট্যাক্সেশন, গ্লোবাল হেলথ এবং ফিনান্সিয়াল সেক্টর ও ফিনান্সিয়াল ইনক্লুশন। ‘জি২০ ফাইন্যান্স অ্যান্ড ডেপুটি চিফ অব সেন্ট্রাল ব্যাংকস’ বৈঠকের সভাপতিত্ব করেন অজয় শেঠ (সেক্রেটারি, ডিপার্টমেন্ট অব ইকনোমিক অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অব ফিনান্স) ও ড. মাইকেল ডি পাত্র (ডেপুটি গভর্নর, আরবিআই)। এদিন ‘রোল অব সেন্ট্রাল ব্যাংকস ইন গ্রীন ফাইন্যান্সিং’ শীর্ষক একটি আলোচনাচক্রও অনুষ্ঠিত হয়েছে।

ভারতের চেয়ারম্যানশিপে অনুষ্ঠিত ‘ফিনান্স ট্র্যাকে’র প্রথম বৈঠকের আলোচ্য বিষয়ে গুরুত্ব পায় ‘গ্লোবাল ম্যাক্রো-ইকনোমি’ সংক্রান্ত বিষয়। এতে জি২০ সদস্য-সহ ১৮৪ জন প্রতিনিধি যোগ দিয়েছিলেন। উপস্থিত ছিলেন জি২০ সদস্যরা ছাড়াও ১৩টি আমন্ত্রিত দেশ ও ১৭টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ। এদিনের তৃতীয় অধিবেশনের শেষে অজয় শেঠ জানান, ভারতের অগ্রাধিকার সংক্রান্ত বিষয়গুলি সদস্য দেশগুলির পূর্ণ সমর্থন লাভ করেছে। সকলেই প্রস্তাবগুলির সঙ্গে একমত প্রকাশ করেছেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে সকল সদস্য দেশ একযোগে বিশ্বজোড়া মুদ্রাস্ফীতি, খাদ্য ও জ্বালানি সঙ্কট সংক্রান্ত সমস্যা সমাধানে সহযোগিতা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *