১৪ জন ফাইনালিস্টে থেকে বেছে নেওয়া হয় আইএলএফএটি- কে

আইডিয়া প্রাইজ জয়সিমা ফাউন্ডেশন দ্বারা পরিচালিত ২০২২ সালের আইডিয়া পুরস্কার জিতল ইন্ডিয়ান লিডারস ফোরাম এগেইনস্ট ট্রাফিকিং বা আইএলএফএটি। এটি আইডিয়া পুরস্কারের তৃতীয় সংস্করণ। আইন ও বিচার ব্যবস্থার উন্নয়নের জন্য দুটি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়। এই বিভাগ দুটি হল – শামনাদ বশীর পুরস্কার এবং আইডিয়া পুরস্কার।

আইডিয়া পুরস্কারের তৃতীয় সংস্করণে পাঁচ সদস্যের জুরি ৬৪৮টি মনোনয়ন পর্যালোচনার মাধ্যমে প্রাথমিক ভাবে ৫০ জনকে বাছাই করে। এরপর প্রতিষ্ঠাতা / দলের সদস্য এবং ফিল্ড ভিজিটের সাথে আরেকটি সাক্ষাত্কারের পরে ১৪ জন  চূড়ান্ত প্রার্থীকে নির্বাচিত করা হয়। এই ১৪ জন ফাইনালিস্টকে দেশ ব্যাপী বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠিত একটি গ্র্যান্ড জুরির সামনে আনা হয়।  কয়েক দফা বিশ্লেষণ এবং সাক্ষাত্কারের পর, গ্র্যান্ড জুরি এই বছরের বিজয়ীদের নাম জমা দেয়।

আইডিয়া প্রাইজ জয়সিমা ফাউন্ডেশনের কো-ফাউন্ডার সচিন মালহান বলেন,  আমরা সকল অংশগ্রহণকারী এবং ২০২২ সালের পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জানাতে চাই। যাতে তাঁদের উদ্ভাবনী চিন্তাধারা ভারতের আইন ও বিচার ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *