অনলাইন ডেটা সায়েন্স প্রোগ্রামের পরবর্তী ব্যাচে ভর্তির জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ আবেদনপত্র গ্রহণ শুরু করেছে। ডেটা সায়েন্টিস্ট হওয়ার জন্য এই প্রোগ্রামে যোগ দিতে হলে আবেদনকারীকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে এবং দশম শ্রেণীতে ইংরেজি ও অঙ্ক নিয়ে পড়াশোনা করে থাকতে হবে। পরবর্তী কোয়ালিফায়ার ব্যাচের ক্লাস শুরু হবে সেপ্টেম্বরে।
এই প্রোগ্রামের ফাউন্ডেশন লেভেলে ২৭টি রাজ্য ও ৫টি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে শিক্ষার্থীরা যোগ দিয়েছেন। এই প্রোগ্রামে যোগ দেওয়ার অর্থ আইআইটি মাদ্রাজ থেকে পড়াশোনা করার সুযোগ পাওয়া। ছাত্রছাত্রীরা তাদের অন-ক্যাম্পাস কোর্সের সঙ্গে ‘ডিপ্লোমা ইন প্রোগ্রামিং অ্যান্ড ডেটা সায়েন্স’ পড়া চালাতে পারবেন। আবেদনকারীদের একটি কোয়ালিফায়ার প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। আইআইটি মাদ্রাজ তাদের ৪ সপ্তাহের অনলাইন ট্রেনিং দেবে। অনলাইন অ্যাসাইনমেন্ট সমাপ্তির পর শিক্ষার্থীরা কোয়ালিফায়ার এক্সাম দেওয়ার যোগ্য বিবেচিত হবেন। যারা কোয়ালিফায়ার এক্সামে সফল হবেন তাদের ফাউন্ডেশন লেভেলে ভর্তির সুযোগ দেওয়া হবে।
অনলাইন ডেটা সায়েন্স প্রোগ্রামের জন্য আবেদনের শেষ তারিখ ৩০ অগাস্ট। আগ্রহী শিক্ষার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানাতে পারেন – https://onlinedegree.iitm.ac.in।