যেমন কথা ঠিক তেমনি কাজ। জলপাইগুড়ি শহরের ইন্দিরা কলোনী এলাকার ভগৎ সিং স্পোর্টিং এন্ড কালচারাল ক্লাব এর ব্যবস্থাপনায় কালীপুজোয় এ বছরের বিশেষ আকর্ষণ “ভূতের হাসপাতাল।” গত তিন বছর থেকেই ভূতের উপর এ ধরনের অভিনব প্রয়াস ক্লাব কর্তৃপক্ষের। এবছরও তার অন্যথা হয়নি, কিন্তু থিমের নাম ও সজ্জায় ও বিষয়ে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এ ধরনের থিম জলপাইগুড়ির অন্যান্য কোন ক্লাব বা পুজো কমিটি এখনো করতে পারেনি বলে দাবি ক্লাব কর্তৃপক্ষের।
প্রতিবছরই এ ধরনের থিম সাধারণ মানুষকে অনেক আনন্দ দিয়ে থাকে। এ বছরও প্রচুর মানুষ এলাকায় আসছেন ভূতের হাসপাতাল দেখার উদ্দেশ্য নিয়ে।
ক্লাবের পক্ষে সঞ্জয় সরকার জানান, প্রতিটি আলাদা আলাদা শো হচ্ছে ৭ থেকে ৮ মিনিট ধরে। হাসপাতালে যে সকল নার্স ডাক্তাররা মারা গেছেন তাদের ওপর এই ভিন্ন থিম পরিবেশিত হচ্ছে। জলপাইগুড়ি মালবাজার, ওদলাবাড়ি, ক্রান্তি, শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী বিভিন্ন জায়গা থেকে প্রচুর দর্শনার্থীরা এসেছেন। বিপুল সাড়া পাওয়া যাচ্ছে আগামীতেও নতুন কিছু চমক দেওয়ার পরিকল্পনা তাদের রয়েছে বলে তিনি জানান।