নারীরা কর্মক্ষেত্রে নিরাপদ না হলে তারা নিরাপদ থাকবে কোথায়? বললেন ডোনা গঙ্গোপাধ্যায়

আরজি ধর্ষণ ও হত্যা মামলায় তার প্রাথমিক প্রতিক্রিয়া অনেক বিতর্কের জন্ম দিয়েছে। কিছু মহল থেকে বলা হচ্ছে যে এই জঘন্য ঘটনায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো একজন ব্যক্তির কাছ থেকে আরও স্পষ্ট প্রতিবাদ আশা করা হয়েছিল। এবার সেই কথাই শোনা গেল প্রাক্তন ভারত অধিনায়কের কণ্ঠে। আরজি করের নারকীয় ঘটনার প্রতিবাদ করেছেন সৌরভ কোনো অনিশ্চিত শর্তে। তাঁর কথায়, “এটা একটা নারকীয় ঘটনা। আশা করি এর কঠোর শাস্তি হবে”।

গত রবিবার আরজি করের নৃশংস ঘটনায় প্রাথমিক প্রতিক্রিয়া জানান সৌরভ। তিনি বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু ভারত ও বাংলা নারীদের জন্য নিরাপদ।  সৌরভের প্রতিক্রিয়ায় বিতর্ক তৈরি হয়েছে। ওইদিন মেয়ে সানার অফিসের এক অনুষ্ঠানে গিয়ে সৌরভ বলেন, “আমার আগের মন্তব্য কীভাবে ব্যাখ্যা করা হয়েছে জানি না। কিন্তু এটা একটা নারকীয় ঘটনা। এর কঠোর শাস্তি হওয়া উচিত”।  প্রাক্তন ভারত অধিনায়ক বললেন, “পৃথিবীর যে কোনও প্রান্তে এই ধরনের ঘটনা ঘটলেই তার প্রতিবাদ হবে। আমাদের দেশের মানুষ যেভাবে প্রতিবাদ করছেন, সেটাও প্রত্যাশিত। এই ধরনের নারকীয় অপরাধীর কঠোর শাস্তি হওয়া উচিত”।

এমন নারকীয় অপরাধীর কঠোর শাস্তি হওয়া উচিত। তবে, আরজি করের মামলার প্রতিবাদে চিকিৎসকদের ধর্মঘটও পুনর্বিবেচনা করা উচিত বলে মনে করেন সৌরভ। তিনি বলেন, “এ ধরনের ঘটনার প্রতিবাদ হওয়া উচিত। কিন্তু ডাক্তারদের পেশা সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার হাজার মানুষ। সেটাও বিবেচনা করা উচিত”। ডোনা গঙ্গোপাধ্যায়ও আরজি করের ঘটনা নিয়ে মুখ খুললেন। এ ধরনের নারকীয় ঘটনার প্রতিবাদ করা উচিত বলে মন্তব্য করেন তিনি। নারীদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে ডোনা বলেন, নারীরা কর্মক্ষেত্রে নিরাপদ না হলে তারা নিরাপদ থাকবে কোথায়? সৌরভ জানিয়েছেন, তিনি ১৪ আগস্ট মহিলাদের ‘রাত দখল’ অনুষ্ঠানেও হাঁটতে চেয়েছিলেন। কিন্তু মেয়ে সানার শারীরিক অসুস্থতার কারণে তা সম্ভব হয়নি।