আইসিএসসি এবং আইএসসি বোর্ডের প্রথম সেমেস্টারের ফল ঘোষণা ৭ ফেব্রুয়ারি

আইসিএসসি এবং আইএসসি বোর্ড এর দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের প্রথম সেমেস্টারের ফলাফল ৭ ফেব্রুয়ারি, সোমবার প্রকাশিত হতে চলেছে। সকাল ১০টায় এই ফল প্রকাশ করা হবে। এই মর্মে একটি নির্দেশিকা জারি করল নিয়ামক সংস্থা ‘কাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগ্‌জামিনেশন্স’। সমস্ত স্কুলেই এই নির্দেশিকা পাঠানো হয়েছে। কাউন্সিলের কেরিয়ার পোর্টাল, ওয়েবসাইট এবং এসএমএস এর মাধ্যমেও এই ফলাফল জানা যাবে।

নির্দেশিকায় জানানো হয়েছে যে, স্কুলগুলি কাউন্সিলের কেরিয়ার পোর্টালে গিয়ে স্কুলের প্রধান শিক্ষকের আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফল দেখতে পারবে। পরীক্ষার্থীরাও কাউন্সিলের ওয়েবসাইট-www.cisce.org থেকে নিজেদের ইউনিক আইডি এবং ইনডেক্স নম্বর দিয়ে নিজেদের ফলাফল দেখতে পারবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানতে হলে আইসিএসসি-আইএসসি লিখে তার পাশে ইউনিক আইডি লিখতে হবে এবং ০৯২৪৮০৮২৮৮৩ নম্বরে পাঠিয়ে দিতে হবে। কোনও পরীক্ষার্থী যদি নিজের ফলাফলে সন্তুষ্ট না হয়, তা হলে তারা আবার পরীক্ষার ফলাফল পুনর্বিবেচনার আবেদন করতে পারবে। তবে ফলাফল বেরোনোর তিন দিনের মধ্যেই অনলাইনে করতে হবে এই আবেদন। আবেদন করার শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *