শুক্রবার ICMR এর এক আধিকারিক জানান, দেশ থেকে একেবারে নিশ্চিহ্ন হবে না করোনাভাইরাস এবং সেটি এনডেমিক স্তরে পৌঁছে ইনফ্লুয়েঞ্জায় পরিণত হবে। অর্থাৎ ইনফ্লুয়েঞ্জার আকারে আজীবন বেঁচে থাকবে এই করোনা ভাইরাস একটি নির্দিষ্ট এলাকা-নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে।
ICMR- এর এপিডেমিওলজি বিভাগের কর্তা ডক্টর সমীরণ পান্ডা জানান, ১০০ বছর আগে অতিমাড়ির আকার নিয়েছিল ইনফ্লুয়েঞ্জা কিন্তু বর্তমানে তা আঞ্চলিক রোগে পরিণত হয়েছে ঠিক একইভাবে করোনাভাইরাস এন্ডেমিক স্তর বা আঞ্চলিক স্তরে পৌঁছলে একবার করে টিকাকরণের দরকার পড়বে।
প্রতিবছর টিকা নিতে হবে বয়স্কদের এমন পরামর্শ দিলেন ডক্টর পান্ডা। সদ্য মায়েদের কেউ নিতে হবে টিকা। মায়ের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হবে তা স্তন্যপান করার সময় সন্তানের জন্য কার্যকারী হয়ে উঠবে এতে সন্তানের করণ আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে।