অক্সিজেন কনসেন্ট্রেটর দিচ্ছে আইসিআইসিআই ফাউন্ডেশন

পশ্চিমবঙ্গের সেমি-আর্বান ও রুরাল এরিয়ায় স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের জন্য ৩০০টি অক্সিজেন কনসেন্ট্রেটর দান করবে আইসিআইসিআই গ্রুপের সিএসআর শাখা আইসিআইসিআই ফাউন্ডেশন ফর ইনক্লুসিভ গ্রোথ (আইসিআইসিআই ফাউন্ডেশন)। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা যেন চিকিৎসার জরুরি প্রয়োজনের সময়ে অক্সিজেন পেতে পারেন সেই উদ্দেশ্য নিয়ে আইসিআইসিআই ফাউন্ডেশন এই মেশিনগুলি বিনামূল্যে দেবে পশ্চিমবঙ্গের ১৪টি জেলার সাবডিভিশনাল হসপিটালগুলিতে।
দুর্গম হিমালয় সংলগ্ন অঞ্চলের ও আদিবাসী অধ্যুষিত এলাকার হাসপাতালগুলিকে ১৮০০টি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদানের লক্ষ্যে আইসিআইসিআই ফাউন্ডেশনের এই উদ্যোগ। এই কনসেন্ট্রেটরগুলি ১৭টি রাজ্যের ১৭৫টি জেলার ৭০০টিরও বেশি মহকুমা স্তরের হাসপাতালে বিনামূল্যে দেবে আইসিআইসিআই ফাউন্ডেশন। এই উচ্চমানের অক্সিজেন কনসেন্ট্রেটরগুলি সংগ্রহ করেছে বিপিএল মেডিক্যাল টেকনোলজিস ও ফিলিপস ইন্ডিয়ার নিকট থেকে সংগৃহিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *