ইন্ডিয়ান আর্মির সঙ্গে আইসিআইসিআই ব্যাংকের মউ

ইন্ডিয়ান আর্মি ও আইসিআইসিআই ব্যাংকের ‘মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং’ (মউ) পুণর্নবীকরণ করা হল। এর ফলে ‘ডিফেন্স স্যালারি অ্যাকাউন্ট’-এর মাধ্যমে কর্মরত ও অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের নানারকম সুবিধা প্রদান করা হবে। মউ অনুসারে, আইসিআইসিআই ব্যাংক সেনাকর্মীদের নানারকম সুবিধা প্রদান করবে, যেমন জিরো ব্যালান্স অ্যাকাউন্ট, ‘প্রেফারেন্সিয়াল অ্যালটমেন্ট অফ লকার্স’ এবং আইসিআইসিআই ব্যাংক ও অন্যান্য ব্যাংকের এটিএম-গুলিতে অসীমিত নিঃশুল্ক লেনদেনের সুবিধা। নবায়িত সুবিধাগুলির মধ্যে বিভিন্ন বীমা প্রকল্পের ব্যবস্থা থাকছে। অ্যাকাউন্ট হোল্ডারগণ ৫০ লক্ষ টাকার ‘পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স কভার’ পাবেন, যার সঙ্গে থাকবে জঙ্গী হানায় মৃত্যুর ক্ষেত্রে বাড়তি ১০ লক্ষ টাকার বীমা। সেনাকর্মীদের দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে বীমার আওতায় থাকবে সন্তানদের শিক্ষাখাতে ৫ লক্ষ টাকা ও কন্যাসন্তানের জন্য অতিরিক্ত ৫ লক্ষ টাকা।

আইসিআইসিআই ব্যাংক নবায়িত মউ-এর যাবতীয় সুবিধা বর্তমানে ‘ডিফেন্স স্যালারি অ্যাকাউন্টের’ গ্রাহক এমন সেনাকর্মীদের দেবে স্বচালিত পদ্ধতিতে। আইসিআইসিআই ব্যাংকের ‘ডিফেন্স স্যালারি অ্যাকাউন্টের’ সুবিধা ভোগ করতে পারবেন মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস (এমইএস) ও বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও) কর্মীরা ও অন্যান্য ডিফেন্স সিভিলিয়ানগণও।  উল্লেখ্য, দিল্লিতে মউ স্বাক্ষর হয়েছে লে. জেনারেল আর পি কলিতা (ডিরেক্টর জেনারেল, ম্যানপাওয়ার প্ল্যানিং অ্যান্ড পার্সোনেল সার্ভিসেস, ইন্ডিয়ান আর্মি) ও আইসিআইসিআই ব্যাংকের ‘রিজিয়োনাল বিজনেস হেড অ্যান্ড হেড অফ ডিফেন্স ইকোসিস্টেম’ বিশাল বাত্রা’র মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *