পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল এলাকার শতাধিক মানুষ

দীর্ঘ আড়াই মাস ধরে বাড়িতে জল‌ আসছে না। প্রচণ্ড গরমের মধ্যেও তীব্র জল কষ্টে রয়েছেন এলাকার কয়েক‌ হাজার মানুষ। এর‌ প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন জলপাইগুড়ির দেবনগর‌ উত্তরপাড়া‌ এলাকার বাসিন্দারা‌।অবিলম্বে পানীয় জলের দাবিতে সোমবার দুপুরে‌ জলপাইগুড়ির ৭৩ মোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার শতাধিক মানুষ। অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের দেবনগর‌ ও উত্তরপাড়া এলাকার মহিলাদের অভিযোগ, দীর্ঘ আড়াই মাস ধরে বাড়িতে পানীয় জল পাচ্ছেন না তারা। পানীয় জলের এই সমস্যার কথা পিএইচ‌ই‌ দপ্তরে বারবার জানিয়ে এলেও প্রশাসনের উদাসীনতার জন্য কোন‌ও ব্যবস্থা‌ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। বাধ্য হয়ে এদিন স্থানীয় মহিলারা একত্রিত হয়ে পথ অবরোধে সামিল হয়েছেন। অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা‌ না করা‌ হলে লাগাতার এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দেন আন্দোলনকারীরা।