প্রাকৃতিক দুর্যোগের কারণে শতাধিক মৃত্যু ব্রাজিলে

বিপর্যস্ত পরিস্থিতির সৃষ্টি৷ প্রবল বর্ষণে সৃষ্ট কাদায় স্রোতে নেমে এল ভয়াবহ বিপর্যয়৷ স্রোতে ভেসে মৃত্যু হল কমপক্ষে ১০৪ জনের৷ কাদার স্রোতে চাপা পড়েছে বহু ঘরবাড়ি৷ ভেসে গিয়েছে গাড়ি৷ প্রবল বৃষ্টিতে হড়পা বান আর ভূমিধ্বসে কার্যত বিধ্বস্ত ব্রাজিল৷ বানভাসি পেট্রোপলিস শহর৷ 

প্রকৃতির তাণ্ডবে তছনছ ছবির মতো সাজানো শহর পেট্রোপলিস৷ বৃষ্টির দাপটে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা শহর৷ আবহাওয়া দফতর জানাচ্ছে, গোটা ফেব্রুয়ারি মাসে পেট্রোপলিসের গড় বৃষ্টিপাতের যে পরিমাণ, শুধুমাত্র মঙ্গলবারের বৃষ্টি তাকে ছাপিয়ে গিয়েছে। হড়পা বানে খড়কুটোর মতে ভেসে গিয়েছে বহু মানুষ৷ ভেঙে পড়েছে ঘরবাড়ি৷ স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, হড়পা বানে ক্ষতিগ্রস্ত প্রায় ৮০টি বাড়ি৷ রিয়ো ডি জেনিরো-র গভর্নর ক্লদিয়ো

কাস্ত্রো জানিয়েছেন, পেট্রোপলিসে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে। ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো টুইট করে জানিয়েছেন, বিধ্বস্ত এলাকা পুনর্গঠনের জন্য যথাযথ সাহায্য করা হবে৷ আপাতত রাশিয়া সফরে রয়েছেন তিনি৷ সেখান থেকে ফিরে শুক্রবার পেট্রোপলিস পরিদর্শনে যাবেন বলেও জানিয়েছেন তিনি৷ মন্ত্রিসভার সদস্যদের দুর্গতদের পাশে থাকার আর্জি জানিয়েছেন৷ 

উদ্ধারকর্মীরা তন্নতন্ন করে খোঁজ চালাচ্ছেন৷ এখনও ১৩৪ জন মানুষ নিখোঁজ বলে জানা গিয়েছে৷ স্কুল বাড়ি ও উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন প্রায় ৩০০ জন৷ ‘আল জাজিরা টিভি’কে পরিস্থিতির ভয়াবহতার বর্ণনা দিয়েছেন ‘আল জাজিরা টিভি’র সঙ্গে কথা স্থানীয় বাসিন্দা পিও লোরেন্সো৷ তিনি বলেন, বাড়ি ছেড়ে একটি চার্চে আশ্রয় নেওয়ার সময় একটি মেয়েকে চোখের সামনে জীবন্ত অবস্থায় কাদায় ডুবে মারা যেতে দেখেছেন তিনি৷ উল্লখ্য, গত তিন মাস ধরে বারবার প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন ব্রাজিল৷ জলবায়ুর পরিবর্তনের ফলেই এই পরিস্থিতি বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *