দীপাবলীর আগেই বিপুল বিস্ফোরক উদ্ধার রাজ্যে

চলছে উৎসবের মরশুম, মাঝে বাকি আর কদিন তার পরেই আলোর উৎসব দীপাবলী। বঙ্গবাসী আবার আনন্দে মেতে ওঠার জন্য প্রস্তুত। কিন্তু তার আগেই আতঙ্কের খবর। শব্দবাজি আটক করতে গিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে রাজ্যে, উদ্ধার করেছে এসটিএফ। জানা গিয়েছে, ব্যারাকপুরের কেউটিয়া এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতারও করা হয়েছে এই ঘটনায়।

কালীপূজোর জন্য শব্দবাজি নিষিদ্ধ করা হয়েছে। দেশের একাধিক রাজ্যের মতো বাংলাতেও চলছে ধরপাকড়। সেই অভিযানেই নেমে বিভিন্ন জায়গায় শব্দবাজি আটক করতে গিয়ে ২০০ কেজিরও বেশি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করেছে তারা। আর সেই শব্দবাজির আড়ালে বিস্ফোরক উদ্ধার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। সূত্রের খবর, বিস্ফোরক তৈরির প্রায় ১০০ কেজি মশলা উদ্ধার করা হয়েছে। এই মশলার মধ্যে ছিল ৫০ কেজি পটাশিয়াম নাইট্রেট এবং ৫০ আর্সেনিক সালফেট।

উত্তর ২৪ পরগনার একাধিক জায়গা থেকে মাঝে মাঝেই বিস্ফোরণের ঘটনার সন্ধান মেলে। ভাটপাড়া অঞ্চলে প্রায়শই বিস্ফোরণের ঘটনা ঘটে। তাই কালীপূজোর আগে এই বিস্ফোরক উদ্ধারের ঘটনা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে পুলিশ প্রশাসনের। শেষ পাওয়া খবর অনুযায়ী, ধৃতরা এখনও পর্যন্ত এই ব্যাপারে কিছুই স্বীকার করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *