হাওড়া নিয়ে টানাপড়েনের জন্য চার পুরনিগমে ভোটের দিন জানালেও সোমবার ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করল না রাজ্য নির্বাচন কমিশন। নবান্নের একটি সূত্র জানাচ্ছে, শেষ মুহূর্ত পর্যন্ত রাজ্যপাল জগদীপ ধনখড়ের সম্মতি পাওয়ার চেষ্টা চলছে। হাওড়া এবং বালি পুরসভাকে আলাদা করার বিলে রাজ্যপালের সই পাওয়া গেলে বিধাননগর শিলিগুড়ি, আসানসোল, চন্দননগরের পাশাপাশি আগামী ২২ জানুয়ারি ভোট হবে হাওড়াতেও।
সূত্রের খবর, মঙ্গলবার সকালে ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। কারণ, পুরসভা নির্বাচনের ক্ষেত্রে ২৪ থেকে ২৭ দিন আগে বিজ্ঞপ্তি জারি করতে হয়। সেই বিধি অনুযায়ী ২২ জানুয়ারি ভোট করতে হলে মঙ্গলবারই তার চূড়ান্ত সময়সীমা।
সাধারণ ভাবে পঞ্চায়েত বা পুরসভার মতো স্থানীয় স্তরের নির্বাচনের নিয়ম অনুযায়ী প্রথমে রাজ্য সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু এ ক্ষেত্রে এখনও পর্যন্ত রাজ্য বিজ্ঞপ্তি জারি না করার কারণ হিসেবে জানা যাচ্ছে, হাওড়া বিল নিয়ে শেষ মুহূর্তে রাজ্যপালের সঙ্গে যোগাযোগ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
Advertisement