বাড়তে থাকা অ্যাডিনো ভাইরাস নিয়ে কতটা তৈরি রাজ্য প্রশাসন

বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। এরই মাঝে আবার রাজ্যে ছড়িয়ে পড়েছে অ্যাডিনোভাইরাস আতঙ্ক। শেষ কয়েকদিনে অন্তত ১০ শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি বর্তমানে অত্যন্ত ঘোরালো হয়ে ওঠায় রাজ্যের স্বাস্থ্য দফতর এ বিষয়ে নয়া গাইডলাইন জারি করেছে।

হাসপাতালগুলিতে ভেন্টিলেটর-সহ আইসিইউ, সিসিইউ তৈরি রাখার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের দিয়ে প্রচার শুরু করা হচ্ছে। করোনার মতোই অ্যাডিনো ভাইরাস বেশ ছোঁয়াচে। শ্বাসকষ্টের পাশাপাশি শুকনো কাশি বা কখনও বুকে কফ জমে নিউমোনিয়া হচ্ছে শিশুদের। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে জরুরি ভিত্তিতে বৈঠক করেছেন রাজ্যের স্বাস্থ্য সচিব-সহ শীর্ষ কর্তারা।

বেড বৃদ্ধির কথা জানিয়েছে প্রশাসন। তাই সাধারণ মানুষের বক্তব্য, আরও আগে এ বিষয়ে হাল ধরলে হয়ত এতগুলি শিশুর মৃত্যু হতো না। অনেকেই মনে করছেন অ্যাডিনো ভাইরাস নিয়ে পর্যাপ্ত প্রচার করা হয়নি সরকারের পক্ষ থেকে। তাই গভীর সংকটের সময় যুদ্ধকালীন তৎপরতায় এর মোকাবিলা করতে নেমে স্বাস্থ্য দফতর কতটা উন্নত মানের চিকিৎসা পরিষেবা রাজ্যবাসীকে দিতে পারে এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *