হাউসিং-ডট-কমের স্বাস্থ্য বিষয়ক রিপোর্ট

দেশের অন্যান্য শহরের তুলনায় হেলথকেয়ার সার্ভিস, স্যানিটেশন ও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের দিক থেকে কলকাতা পিছিয়ে রয়েছে। এই তথ্য জানা গেছে ইলারা টেকনোলজিসের অধিকৃত অগ্রণী অনলাইন রিয়াল এস্টেট সংস্থা হাউসিং-ডট-কমের ‘স্টেট অফ হেলথকেয়ার ইন ইন্ডিয়া: ইন্ডিয়ান সিটিজ থ্রু দ্য লেন্স অফ হেলথকেয়ার’ শীর্ষক সাম্প্রতিক রিপোর্ট থেকে। ‘হাউসিং-ডট-কম সিটি হেলথ কার্ডে’ কলকাতার স্থান হয়েছে সপ্তম। ‘হাউসিং সিটি হেলথ কার্ড’ তৈরি হয়েছে বিভিন্ন গুণমানের বিচারে শীর্ষস্থানীয় আটটি শহরকে নিয়ে। ১০০টির বেশি বেড থাকা হাসপাতালগুলিকে বিবেচনাধীন রাখা হয়েছিল।

রিপোর্ট থেকে জানা গেছে, ১৫.৭ মিলিয়ন জনসংখ্যা বিশিষ্ট কলকাতায় ১ হাজার মানুষ-পিছু বেডের সংখ্যা মাত্র ২, যার মধ্যে বেসরকারি ও সরকারি হাসপাতালের বেড অন্তর্ভুক্ত রয়েছে। তবে অতিমারির কারণে বৃদ্ধিপ্রাপ্ত অতিরিক্ত বেডগুলিকে এর অন্তর্ভুক্ত করা হয় নি। হাউসিং-ডট-কমের সিটি হেলথ কার্ডের তালিকার শীর্ষে রয়েছে পুণে। দ্বিতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে আহ্‌মেদাবাদ ও মুম্বই। তালিকায় ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানে রয়েছে চেন্নাই, কলকাতা ও দিল্লি-এনসিআর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *