আগামীকাল থেকেই রাজ্যে শুরু হতে চলেছে উপনির্বাচন। ১২ এপ্রিল রাজ্যে রয়েছে উপনির্বাচন, ১৬ এপ্রিল ফলাফল। আর ঠিক সেই দিনেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১৬ এবং ১৭ এপ্রিল, দু’দিনের রাজ্য সফরে তিনি আসছেন বলেই আপাতত জানা গিয়েছে। একাধিক সরকারি কর্মসূচি তো আছেই, পাশাপাশি বাংলার দলীয় নেতৃত্ব এবং বিধায়কদের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি এমন সম্ভাবনাও প্রবল।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, এই মাসেই অমিত শাহের রাজ্যে আসার কথা ছিল, কিন্তু এতদিনে নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করা হয়নি। তবে এবার জানা গেল যে তিনি ১৬-১৭ তারিখ রাজ্যে থাকছেন। আনুষ্ঠানিকভাবে কী কী কর্মসূচি তাঁর রয়েছে সেটা ঘোষণা এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। আগামী কয়েক দিনে তা স্পষ্ট হয়ে যাবে বলেই অনুমান। এছাড়াও ২০২১ বিধানসভা নির্বাচনের পর এই প্রথমবার তিনি বাংলা সফরে আসছেন। তাই তাঁর এই সফর ভীষণ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ এই ক’দিনে অনেক কিছুই ঘটে গিয়েছে রাজ্যে। তিনি এসে সেই সংক্রান্ত বিষয়ে কোনও মন্তব্য করেন কিনা, এখন সেটাই দেখার।