হিরো ইলেক্ট্রিক: উৎপাদন ক্ষমতা বৃদ্ধির উদ্যোগ

কোম্পানির সিরিজ বি ফান্ডিংয়ের প্রথম পর্যায়ে ২২০ কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করেছে ভারতের বৃহত্তম ইলেক্ট্রিক ভেহিকেলস নির্মাতা হিরো ইলেক্ট্রিক ভেহিকেলস প্রাইভেট লিমিটেড। এই রাউন্ডে অংশগ্রহণকারী হিসেবে ওএকেএস-সহ এগিয়ে ছিলো গালফ ইসলামিক ইনভেস্টমেন্টস (জিআইআই)। এই লেনদেনে হিরো ইলেক্ট্রিকের এক্সক্লুসিভ ফিনান্সিয়াল অ্যাডভাইসর ছিলো অ্যাভেন্ডাস ক্যাপিটাল। বিনিয়োগের ব্যাপারে ভি’ওশান ইনভেস্টমেন্টসকে পরামর্শ জুগিয়েছে ওএকেএস অ্যাসেট ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড। হিরো ইলেক্ট্রিক এই বিনিয়োগকৃত অর্থ ব্যবহার করবে ইভি ইন্ডাস্ট্রি ও ইকোসিস্টেমকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে।

উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, মার্কেট লিডারশিপ দৃঢ়তর করার জন্য বিপণন ব্যবস্থাকে সংহত করা, ভবিষ্যৎমুখী প্রযুক্তিতে বিনিয়োগ করা ও ভারতের মতো বাজারে নিজেদের অবস্থান মজবুত করার কাজে বিনিয়োগের অর্থ ব্যয় করবে ইলেক্ট্রিক টু-হুইলারের মার্কেট লিডার হিরো ইলেক্ট্রিক। বৃদ্ধির এই লক্ষ্য অর্জনের জন্য ও প্রতিবছর বিক্রয় দ্বিগুণ করার জন্য আগামী কয়েক বছরে একাধিক কারখানা স্থাপনের মাধ্যমে তাদের উৎপাদন ক্ষমতায় উল্লেখযোগ্য সংযোজন ঘটাবে হিরো ইলেক্ট্রিক।

বিগত দশকে হিরো ইলেক্ট্রিক ১৫টিরও বেশি ইলেক্ট্রিক টু-হুইলার লঞ্চ্‌ করেছে ভারতে। এই কোম্পানি ভারতে এযাবৎ ৬০০০ মেকানিককে আরও দক্ষ করে তুলেছে। ৩৫ শতাংশ মার্কেট শেয়ার ও দেশে ৩.৫ লক্ষ ভেহিকেল-সহ মার্কেট লিডার হিসেবে হিরো ইলেক্ট্রিক প্রাক-কোভিড অবস্থাকে অতিক্রম করে বিগত অর্থবর্ষে বিক্রয়ে রেকর্ড করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *