আগামী দুদিন রাজ্যের বেশকিছু অংশে প্রবল ঝড় বৃষ্টির সম্ভবনা

গরমের শুরুতেই ঝড়ের পূর্বাভাষ৷ টানা বিগত বেশ কিছুদিন থেকে বৃষ্টির জেরে সকাল থেকেই আকাশের মুখ ভার, বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে৷ ভিজছে উত্তরও৷ আজ শনিবার সকাল থেকে আকাশ মোটামুটি পরিষ্কার। তবে বিকেলের পর প্রবল কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে রবিবার থেকে আবহাওয়ায় পরিবর্তন হতে পারে বলেই মনে করছে আবহবিদ মহল।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কিছুটা বেড়েছে। ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় বিকেলের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন। আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৯ মে সোমবার দার্জিলিং ও কালিম্পং জেলার কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় বজ্রপাত-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রপাত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া জেলার আবহাওয়া শুকনো থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *