বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে মৌসম ভবনের পূর্বাভাস, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে যা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে।
এই নিম্নচাপ মধ্য ও সংলগ্ন বঙ্গোপসাগরের উপরে পরবর্তী দুদিনের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। গতি পরিবর্তন করে এই নিম্নচাপ ওড়িশা উপকূলের দিকে আসতে পারে। এর জেরে চলতি সপ্তাহেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যের ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে। যার অভিমুখ হতে পারে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ। তৈরী হলে সেটির নাম হবে ‘মিধিলি’। এর নামকরণ করেছে মলদ্বীপ। এই ঘূর্ণিঝড়ের জেরে এই রাজ্যে ও প্রতিবেশি রাজ্য ওড়িশার কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।