প্রবল বর্ষণে আগামী ৭ দিন বাড়বে নদীর জল, রয়েছে ধসের আশঙ্কা, ভাসতে পারে উত্তরবঙ্গ

আগামী সাত দিন প্রবল বর্ষণ হতে চলেছে উত্তরবঙ্গ যার জেরে বিভিন্নভাবে জলস্তর বাড়বে দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ক্রমশ ধন্যবাদ উত্তরবঙ্গের দিকে সরে যাচ্ছে ঘূর্ণাবর্ত। সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পের পরিমাণ বাড়ছে থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হবে। আগামী সোমবার হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার কয়েকটি প্রান্তে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার এবং সোমবার উত্তরবঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কয়েকটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। হাওয়া অফিসের থেকে আগামী শনিবার অর্থাৎ ৩ জুলাই পর্যন্ত সর্তকতা জারি করা হয়েছে।

দার্জিলিং এবং কালিম্পঙে ভারী বৃষ্টিপাত হতে পারে।বুধবার আবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোচবিহারে বৃষ্টির মাত্রা আরও বেশি থাকবে। বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। সেইসঙ্গে মালদহ এবং দুই দিনাজপুরের কয়েকটি অংশে ভারী বর্ষণের পূর্বাভাস আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *