শিলিগুড়িতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল ব্রাইট একাডেমির

ব্রাইট একাডেমি যে কোন কমিউনিটি সার্ভিসে সাহায্যের হাত দেওয়ার ক্ষেত্রে সর্বদাই এগিয়ে আছে। ফিট এবং সুস্থ থাকুন, এটাই তাদের চূড়ান্ত লক্ষ্য। এই ঐতিহ্যকে অব্যাহত রেখে ব্রাইট একাডেমি মহারাজা অগ্রসেন হাসপাতালের সহযোগিতায় একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে।

ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা পরামর্শের ব্যবস্থা করা হয়। এদিন উপস্থিত ছিলেন মহাশয় নীরজ চৌধুরী, সচিব (মহারাজা অগ্রসেন হাসপাতাল), ডা. বি.পি. রুদ্র, এমবিবিএস, ডিজিও, ডিএনবি (প্রসূতি ও স্ত্রীরোগবিদ্যা), ড. বিনীত কে. প্রসাদ, এমবিবিএস,এমডি,এমএসিপি (ইউএসএ)(অভ্যন্তরীণ হাউস) এবং ডাঃ নূপুর সিনহা, এমবিবিএস, ডিএইচ,ডিএনবি (পেডিয়াট্রিক), এফআইএপি (নিওনাটোলজি)। প্রায় ১০০ জন রোগীকে মূল্যায়ন,এবং পরামর্শ দেওয়া হয় এদিন। সেখানে উপস্থিত অভিভাবকরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজনের জন্য বিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর শ্রী মানিক দে এবং বিশিষ্ট সমাজসেবক শ্রী শিব শংকর দে ব্রাইট একাডেমির চেতনাকে সমুন্নত রাখতে উপস্থিত ছিলেন । বক্তৃতায় শ্রী মানিক দে মহাশয় বিদ্যালয়ের ভালো কাজের প্রশংসা করেন এবং বিদ্যালয়ের পরিচালক/ অধ্যক্ষ শ্রী সন্দীপ ঘোষালের উদ্যোগের প্রশংসা করেন।

দিনব্যাপী স্বাস্থ্য শিবিরের পর, ব্রাইট একাডেমি অত্যন্ত প্রয়োজনীয় স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করার জন্য মহারাজা অগ্রসেন হাসপাতালের মেডিকেল টিমের প্রতি কৃতজ্ঞতা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *