দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বহু সময়ের চলতে থাকা মামলায় জামিন মিলল এদিন। রাজ্যের সব চেয়ে চর্চিত মামলা গরু পাচারকাণ্ডের মূল পাণ্ডা এনামুল হককে জামিন দিল সুপ্রিম কোর্ট। তাঁর বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতি-সহ একাধিক ধারায় মামলা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। অন্যদিকে, সিবিআই-এর বিরুদ্ধে পাল্টা পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হন এনামুল৷ সোমবার তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে শীর্ষ আদালত।
দিন কয়েক আগেই আসানসোলের বিশেষ সিবিআই কোর্ট এনামুলকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয়। এর পরেই মামলা গড়ায় সুপ্রিম কোর্টের দরজায়। নভেম্বর মাসে দিল্লি থেকে গ্রেফতার করা হয় এনামুলকে৷ এর পর ট্রানজিট রিমান্ডে তাঁকে কলকাতায় এনে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা নেয় সিবিআই৷ কিন্তু এনামুলকে ট্রানজিট রিমান্ডের জন্য আদালতে তোলা হলে তাঁর আইনজীবীরা অসুস্থতার কারণ দর্শিয়ে জামিনের আবেদন জানায়৷ শর্ত সাপেক্ষে এনামুলের জামিন মঞ্জুর করে দিল্লির বিশেষ সিবিআই আদালত৷ গত ১১ ডিসেম্বর আসানসোলের সিবিআই আদালতে আত্মসমর্পন করেন গরু পাচার কাণ্ডের মূল পাণ্ডা৷ বিধানসভা ভোটের আগে এনামুলের প্রসঙ্গে তুলে বারবার তৃণমূলকে আক্রমণ করা হয়েছে৷ নিয়ম করে আক্রমণ শানিয়েছিলেন শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষরা৷ এনামুলের তিন ভাইকেও গরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হয়৷ সোমবার তাঁক জামিন মঞ্জুর করে শীর্ষ আদালত৷