সম্পূর্ণ সুস্থ তিনি, কলকাতায় নিয়ে আসা হলো পার্থকে

এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় প্রকাশ্যে এসছে বড়ো তথ্য৷ গ্রেফতার করা হয়েছে রাজ্যের শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে৷ চলছিলো শারীরিক পরীক্ষা৷ গুরুতর সমস্যা নেই তাঁর৷ মেডিক্যাল টেস্টের পর গতকালই সে কথা জানিয়ে দিয়েছিল ভুবনেশ্বর এইমস৷

ফলে তাঁকে ভর্তি রাখারও প্রয়োজন হয়নি৷ ফলে মঙ্গলবার সকাল হতেই ভুবনেশ্বর থেকে কলকাতায় নিয়ে আসা হয় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে৷ জানা গিয়েছে, আজ সকাল ৬টা ৩৪ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করে পার্থের উড়ান।

বিমানবন্দর থেকে সোজা মন্ত্রীকে নিয়ে যাওয়া হয়েছে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে৷ হাই কোর্টের নির্দেশে স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার সকালে কলকাতা থেকে ভুবনেশ্বর এইমস-এ নিয়ে যাওয়া হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে৷ সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়ে দেন পার্থ চট্টোপাধ্যায়ের শরীরে কিছু পুরনো সমস্য রয়েছে, তবে তা গুরুতর নয়। 

তাঁকে হাসপাতালে ভর্তি থাকতে হবে না। সোমবার সন্ধ্যার মধ্যেই মন্ত্রীকে ছেড়ে দেওয়া হবে বলেও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়৷ হাসপাতালের রিপোর্ট আসার পরেই কলকাতায় ইডির বিশেষ আদালতে শুরু হয়ে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি৷

ওই শুনানির সময় পার্থকে ভার্চুয়ালি আদালতে হাজির করে ইডি। সওয়াল জবাবের পর বিচারক তাঁকে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন৷ মঙ্গলবার সকালে ভুনেশ্বর থেকে কলকাতায় আনার পর তাঁকে নিয়ে সোজা সিজিও কমপ্লেক্সে পৌঁছন ইডি-র অফিসাররা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *