একের পর এক হাজিরা বাতিল করেছেন তিনি। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এড়িয়ে গেছেন তলব। অবশেষে রাজি হলেন হাজিরা দিতে। এই নিয়ে পঞ্চমবারের জন্য তাঁকে তলবের পর কলকাতায় এলেও নিজাম প্যালেসে যাননি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। শারীরিক অসুস্থতা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শেষ কয়েক সপ্তাহ সেখানে থাকার পর অবশেষে ছাড়া পান। ছুটি পাওয়ার পর আপাতত তিনি চিনার পার্কের বাড়িতেই রয়েছেন৷ কিন্তু আজ আবার জানা গিয়েছিল যে তিনি খুবই অসুস্থ। তবে সিবিআইকে জিজ্ঞাসাবাদ করার শর্ত দিয়ে দিয়েছেন তিনি।
এদিন জোড়া মামলায় হাজিরা নিয়ে সিবিআইকে শর্ত দিয়ে চিঠি দেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সেখানে তিনি জানান, আগামী ২১ মে’র পর কথা বলে যেখানে ঠিক হবে সেখানে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে তাঁকে। আলোচনা করে জায়গা ঠিক করেই তাঁকে তলব করা যাবে বলেই স্পষ্ট করে দেন তিনি। অনুব্রত জানিয়েছেন, ২১ মে’র পর কলকাতায় তিনি জিজ্ঞাসাবাদের জন্য তৈরি থাকবেন। এই শর্ত দিয়েই তিনি অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ এবং স্পেশাল ক্রাইম বাঞ্চে চিঠি দিয়েছেন। গরু পাচার মামলা এবং ভোট পরবর্তী হিংসা মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই আধিকারিকরা।
এদিন সকাল সাড়ে নটা নাগাদ অনুব্রতর চিনার পার্কের বাড়িতে যান তাঁর আইনজীবী সঞ্জীব দাঁ৷ সেখানে বেশ কিছুক্ষণ ছিলেন তিনি৷ তৃণমূলের বীরভূম জেলা সভাপতির বাড়ি থেকে বেরোনোর সময় তিনি বলেন, অনুব্রত মণ্ডল শারীরিকভাবে ভীষণ অসুস্থ৷ তবে নতুন করে ঠিক কী হয়েছে তাঁর, সে সম্পর্কে খোলসা করেননি আইনজীবী৷ শুধুমাত্র বলেন, ‘‘আবারও চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজন রয়েছে৷’’ তাহলে কি ফের হাসপাতালে ভর্তি হবেন অনুব্রত? সেই প্রশ্ন রয়ে গিয়েছে।