তারা দুজনই এখন ভারতে। কিন্তু গত তিন দিনেও মেয়ে সায়মা ওয়াজেদের সঙ্গে দেখা করেননি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সায়মা নিজেই এক্স পোস্টে একথা জানিয়েছেন। তিনি তার কারণও ব্যাখ্যা করেছেন, তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দায়িত্ব ছেড়ে অবিলম্বে ‘অন্য ভূমিকা’ পালন করবেন না।
হাসিনা-কন্যা বৃহস্পতিবার এক্স পোস্টে লিখেছেন, “আমি আমার ভূমিকার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমার দেশের যুদ্ধ আমার হৃদয় ভেঙে দিয়েছে। আমি আমার দেশকে খুব বেশি ভালোবাসি। এত দুঃখের সময়ও আমি আমার মাকে জড়িয়ে ধরতে পারি নি। আমি আরডি (হু এর আঞ্চলিক পরিচালক) হিসাবে আমার ভূমিকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”
পেশায় সাইকিয়াট্রিস্ট সায়মা ১ নভেম্বর থেকে দিল্লিতে ‘হু’-র দক্ষিণ এশিয়া রিজিওনাল অফিসের ডিরেক্টর পদে যোগ দিয়েছেন। তিনি বাংলাদেশের প্রথম নাগরিক যিনি এই গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন। অন্যদিকে, গত সোমবার বিকেলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর আপাতত হাসিনার ‘নিরাপদ আশ্রয়স্থল’ হয়ে উঠেছে ভারত। হাসিনা-পুত্র সজীব ওয়াজেদ জয় বর্তমানে আমেরিকায় রয়েছেন। হাসিনা এখন ভারতে থাকবেন বলে জানিয়েছে, জয় বৃহস্পতিবার বলেন, ‘ভারত থেকে অন্য কোথাও যাওয়ার তার কোনো পরিকল্পনা নেই’।