কড়া মন্তব্য মুখ্যমন্ত্রী

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে হু হু করে বাড়ছে আলুর দাম। এই আবহে এবার রপ্তানি নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় আলু-পেঁয়াজ প্রসঙ্গে মুখ খোলেন তিনি।

রপ্তানি নিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছিলেন, রাজ্যকে না জানিয়ে আলু রপ্তানি করা যাবে না। বিধানসভায় দাঁড়িয়ে সাফ বলেন, ‘আগে বাংলা পাবে, তারপর বাকিরা’। মুখ্যমন্ত্রীর দপ্তরকে না জানিয়েই ভিন রাজ্যে আলু রপ্তানি করা হচ্ছিল। যার প্রভাব পড়ছিল রাজ্যের বাজারে।

চড়চড় করে আলুর দাম বৃদ্ধি পাওয়ায় ফাঁপরে পড়ছিলেন মধ্যবিত্তরা। এদিকে রপ্তানির অভিযোগ কানে আসতেই কোমর বেঁধে আসরে নামেন মমতা। নবান্নে সাংবাদিক বৈঠক করে এই নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি। সেই সঙ্গেই এই বিষয়ে রাশ টানার নির্দেশ দেন টাস্ক ফোর্সকে।