ভারতকে একাই বিশ্বকাপ দিতে পারে হার্দিক! সার্টিফিকেট দিলেন গাভাসকার

ভারতের ভাগ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অনেকটাই নির্ভর করে আছে হার্দিক পান্ডিয়ার ওপর। হার্দিক নিজের দুরন্ত ছন্দ বজায় রাখতে পারলে ভারতের মঙ্গল। পরিষ্কার জানিয়ে দিলেন সুনীল গাভাসকার। সানি মনে করেন চোট পাওয়ার পর যেভাবে প্রথমে আইপিএল এবং পরে ভারতের জার্সিতে কামব্যাক করেছেন পান্ডিয়া, সেটা সব তারিফের ঊর্ধ্বে।

বর্তমান ভারতীয় দলের নিউক্লিয়াস তিনি সন্দেহ নেই সানির। গাভাসকার মনে করেন ১৯৮৫ সালে অর্থাৎ ভারতের বিশ্বকাপ জয়ের দু’বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ক্রিকেটে রবি শাস্ত্রী যে ভূমিকা পালন করেছিলেন, এবার সেটাই করতে পারেন হার্দিক। সেই যোগ্যতা এবং মনের জোর তার রয়েছে। মানুষ হিসেবে নিজেকে বদলে ফেলেছেন। অনেক শান্ত এবং দায়িত্বশীল হয়েছেন। গাভাসকার বলেন রবি শাস্ত্রী ব্যাটে এবং বলে ওই সিরিজে কমপ্লিট পারফরম্যান্স করেছিলেন ভারতের হয়ে। একজন দক্ষ অলরাউন্ডার যা করে থাকেন। এবার হার্দিক পান্ডিয়ার কাছ থেকে এমন পারফরমেন্স প্রত্যাশা করেন সুনীল।

হার্দিক পান্ডিয়ার ব্যাটিং পজিশন পাঁচ নম্বরে হওয়া উচিত মনে করেন সানি। অন্তত শেষ ছটা ওভার তার ব্যাট হাতে উইকেটে থাকা উচিত। আর বল হাতে চতুর্থ সিমারের কাজ করতে হবে তাকে। তাছাড়া হার্দিক দুর্ধর্ষ ফিল্ডার। তাকে পাওয়ারপ্লের সময় ইনার সার্কেলে রাখা উচিত বলছেন সানি।রবি শাস্ত্রী নিজে মনে করেন অলরাউন্ডার হিসেবে তিনি যা করেছেন তার থেকে বেশি করার ক্ষমতা আছে হার্দিক পান্ডিয়ার। বিশেষ করে এই হার্দিক পান্ডিয়া এখন বদলে যাওয়া মানুষ। হার্দিক বিশ্বকাপে সফল হবেন এই নিয়ে সন্দেহ নেই টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *