হস্তান্তরিত হলো কান্দাহার

চলছে একের পর এক দখল। এবার কাবুলের পথে আরও এক ধাপ অগ্রসর তালিবানরা। আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর দখল করে নিল তালিবান। আফগানিস্তানের ৩৪টি প্রদেশের রাজধানীর মধ্যে ১২টি প্রদেশের রাজধানী ইতিমধ্যেই দখল করেছে তালিবান। এবার দেশের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম শহর কান্দাহার ও হেরাত দখল করল তালিবান জঙ্গিগোষ্ঠী। যদিও দেশের রাজধানী কাবুল এখনও আফগান সরকারের দখলেই রয়েছে। কিন্তু এই দু’টি শহর দখলের পর, কাবুলের সঙ্গে শহরগুলির সম্পর্ক ছিন্ন করার চেষ্টা চালাচ্ছে তালিবান। কান্দাহার ও হেরাতের দখল এখনও পর্যন্ত তালিবানদের বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। আশঙ্কা করা হয়েছে, আগামী এক মাসের মধ্যেই আফগানিস্তানের দখল পুরোপুরি ভাবে যেতে পারে তালিবানের হাতে।

দেশে দীর্ঘ ২০ বছর ধরে মার্কিন সেনা ও ন্যাটো বাহিনীর সঙ্গে যুদ্ধে বেকাবু তালিবানরা ফের চাঙ্গা হয়ে উঠেছে। মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তান থেকে চলে যাওয়ার সিদ্ধান্তই এখন কাল হয়েছে আফগানিস্তানের। এদিকে, আমেরিকা ও ব্রিটেন জরুরি মদত পাঠিয়ে কাবুল থেকে নিজেদের কূটনীতিবিদদের সরিয়ে আনতে হিমশিম খাচ্ছে। কয়েক হাজার আফগান সেনা, আধিকারিক ও কূটনীতিবিদের প্রাণ বিপন্ন কাবুলে। এই পরিস্থিতিতে মার্কিন প্রতিরক্ষা সদর পেন্টাগন ঘোষণা করেছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রায় ৩ হাজার সেনা কাবুল পাঠাবে তারা। ব্রিটেনের প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস জানিয়েছেন, ৬০০ সেনা পাঠাবে আফগানিস্তানকে এই বিপদ থেকে উদ্ধার করতে। তারা দূতাবাসও নিরাপদ স্থানে সরানোর ব্যবস্থা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *