করোনা সংক্রমণকে রোধ করতে প্রধান উপায় হলো টিকাকরণ। তাই দেশ জুড়ে সব চেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে টিকাকরণের ওপর। ইতিমধ্যেই দেশে ১৪৮ কোটি ৬৭ লক্ষ ৮০ হাজার ২২৭ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। রাজ্যে রাজ্যেও বাড়ছে টিকাকরণের হার। এই পরিস্থিতিতে বাংলার টিকা তথ্য আজ সকলের সামনে ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তথ্য দেওয়ার পাশাপাশি এখনও যারা ভ্যাকসিন নেননি তাদেরকে সেটা নিতে আর্জি জানিয়েছেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী জানান, এখনও পর্যন্ত রাজ্যে মোট টিকাকরণ হয়েছে ১০ কোটি ৭৭ লক্ষ ৬৪ হাজার ০৭ ডোজ। ১৮ বছরের ঊর্ধ্বে প্রথম ডোজ পেয়েছেন ৬ কোটি ৫৪ লক্ষ ৪ হাজার ১৩২ জন। বাকি ৪ কোটি ১৯ লক্ষ ৩ হাজার ৭৩৭ জন টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। এদিকে, ১৫ থেকে ১৮ বছর বয়সিদের মধ্যে ৪ লক্ষ ৫৬ হাজার ১৩৮ জন টিকার প্রথম ডোজ নিয়েছে। ফলস্বরূপ ইতিমধ্যেই বাংলায় ১০ কোটি ডোজ টিকাকরণ সম্পূর্ণ হয়েছে বলেই জানান হয়েছে। এরই মধ্যে মমতা জানিয়েছেন, অনেকে দ্বিতীয় ডোজ নেননি, টিকা থাকা সত্ত্বেও। তাদের তিনি টিকা নিতে আর্জি জানিয়েছেন। উল্লেখ্য, দেশের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৯২৮ জন। যা বুধবারের তুলনায় ৫৬ শতাংশ বেশি।
এই তথ্য দেওয়ার পাশাপাশি মমতা আরও বলেন, অনেকেই কথা শুনছেন না, মাস্ক পরছেন না। রাস্তায় মাস্ক ছাড়া ঘুরছেন, শুধু কোথাও খেতে যাওয়ার আগে বা ঢোকার আগে মাস্ক পরে নিচ্ছেন নাহলে ঢুকতে পারবেন না। এতে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। এই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, বাংলার করোনা গ্রাফে যদি আগামী কয়েকদিনে উন্নতি না হয় তাহলে আরও কড়া বিধিনিষেধ আরোপ হতে পারে। সকলকে তাঁর অনুরোধ, হাতে গ্লাভস পরুন। গ্লাভস না থাকলে স্যানিটাইজার ব্যবহার করুন। ছেলেরা যদি বাজারে বা কোথাও বেরোন তাহলে টুপি পরুন, মেয়েরা কাপড় দিয়ে চুল ঢেকে রাখুন।