বড়ো স্বস্তি এল করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায়

করোনার দ্বিতীয় ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দেশ। তিনমাস পর ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে নামল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬৪০ জন। ভারতে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৭৯ দিন পর ৭ লক্ষের নীচে নামল। এবার মৃতের সংখ্যাতেও ক্রমশ স্বস্তি ফিরছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ১৬৭ জন কোভিড রোগীর। ১৬ এপ্রিল শেষবার দেশে দৈনিক মৃতের সংখ্যা ১২০০-র কম ছিল। গোটা অতিমারি পর্বে দেশে মোট মৃত্যু হল ৩ লক্ষ ৮৯ হাজার ৩০২ জনের। পাশপাশি এদিন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৮১ হাজার ৮৩৯ জন।

অন্যদিকে তেমনই করোনার টিকাকরণে নয়া রেকর্ড গড়ল দেশ। একদিনেই দেশে টিকা পেলেন ৮৬ লক্ষের বেশি মানুষ। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। আগামী মাস থেকে দৈনিক এক কোটি মানুষের টিকাকরণের যে টার্গেট কেন্দ্র নিয়েছে, তার অনেকটাই কাছাকাছি চলে এসেছে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *