বড় খুশির খবর মুখ্যমন্ত্রীর তরফে

পূর্ব ঘোষনা মতোই, বিদেশে পাড়ি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাও আবার ঘটেছে দীর্ঘ ৫ বছর পর। রাজ্যের জন্য বিদেশি লগ্নি টানতে ১২ দিনের স্পেন সফরে তৃণমূল সুপ্রিমো। আর স্পেন সফরের মাঝেই রাজ্যবাসীকে বড় খবর শোনালেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২০২৩ এর ২৫ ডিসেম্বেরের আগেই বঙ্গের বস্ত্রশিল্পে বিরাট বিনিয়োগ আসতে চলেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতিসম্পন্ন একটি বস্ত্র প্রস্তুতকারক সংস্থা ওপর আরও একটি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এ রাজ্যে নিজেদের উৎপাদনকেন্দ্র সরিয়ে নিয়ে আসতে চলেছে।

যারা বস্ত্র ব্যবসায় গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, সেই সংস্থাটি তাদের কাজের, ব্যবসার পরিধি বাড়াচ্ছে তারা বেসরকারি সংস্থার সঙ্গে জোট বেঁধে বাংলায় উৎপাদনকেন্দ্র সরিয়ে নিয়ে যাচ্ছে। এই উদ্যোগটি পশ্চিমবঙ্গের বৃদ্ধি, স্থায়িত্ব এবং একটি সমৃদ্ধশালী ভবিষ্যতের প্রতিশ্রুতি দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *