দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করা হয়।
ইতিমধ্যেই সেখানে জগন্নাথ মন্দির থেকে শুরু করে বিশ্ব বাংলা উদ্যান ও মেরিন ড্রাইভের পাশাপাশি পার্ক, কফি হাউস সহ একগুচ্ছ প্রকল্প পর্যটকদের মধ্যে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। এমতাবস্থায় এবার দিঘাকে আরও আকর্ষণীয় করে তুলতে সমুদ্রতটে গাছ-গাছালি ঘেরা নির্জন পার্ক পর্যটকদের আনন্দ দ্বিগুণ করতে চলেছে।
নেচার পার্কের প্রধান বৈশিষ্ট্য হতে চলেছে গাছ-গাছালি। অর্থাৎ, সবুজের সৌন্দর্যকে আস্বাদন করতে করতেই সুবিশাল সমুদ্রকে উপভোগ করতে পারবেন দিঘাতে আগত পর্যটকরা। যেখানে কংক্রিটের রাস্তার পাশাপাশি রয়েছে বসার জায়গাও। আর এই পার্ককে ঘিরেই ইতিমধ্যেই পর্যটকদের মধ্যেও তুমুল আগ্রহ পরিলক্ষিত হচ্ছে।