দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণপ্রেমীদের জন্য বড় সুখবর। ট্রেনে করে খুব সহজেই কলকাতা থেকে পৌঁছে যাওয়া যায় দিঘা। তবে সারাদিন দিঘা যাওয়ার ট্রেন পাওয়া গেলেও এতদিন রাতে কোনও ট্রেন ছিল না দিঘা যাওয়ার। সেই কথা মাথায় রেখে দক্ষিণ-পূর্ব রেলওয়ে এবার নতুন উদ্যোগ নিল।
এবার রাতে দিঘা যাওয়ার জন্য ট্রেন পাওয়া যাবে আগামী ২৬ তারিখ অর্থাৎ শনিবার থেকে, সাঁতরাগাছি স্টেশন থেকে রাত ১১টা ৪৫ মিনিটে ছাড়বে এই ট্রেন। ট্রেনটি পরের দিন ভোরবেলা অর্থাৎ ২৭ শে আগস্ট ভোর সাড়ে তিনটে নাগাদ দিঘা পৌঁছাবে।
দিঘা থেকে এই ট্রেনটি ২৭ তারিখ অর্থাৎ রবিবার রওনা দেবে সকাল আটটা নাগাদ। সাঁতরাগাছি পৌঁছাবে বেলা ১২:১০ মিনিটে। দুটো এসি থ্রি টায়ার, ১০টি স্লিপার ক্লাস, ২টো জেনারেল সেকেন্ড ক্লাসের কোচ থাকবে এই বিশেষ ট্রেনে। উলুবেরিয়া, বাগানান, মেচেদা, দেশপ্রাণ এবং কাঁথিতে স্টপেজ দেবে এই ট্রেন।