অফিস যাত্রীদের জন্য বড় সুখবর

বড় সুখবর এলো নিত্যদিনের অফিস যাত্রীদের জন্য। ভাড়া কমছে অ্যাপ ক্যাবের৷ বর্ধিত ভাড়ায় যন্ত্রণা থেকে কিছুটা হলেও মিলবে মুক্তি৷ অ্যাপ ক্যাবের ভাড়া নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার৷ সেই মতো নির্দিষ্ট ভাড়া বেঁধে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্য পরিবহন দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, অ্যাপ ক্যাবে সর্বাধিক বেস ফেয়ার হবে ৫৬ টাকা ২৫ পয়সা। অন্যদিকে এসি ট্যাক্সির ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া পড়বে ১৮ টাকা ৭৫ পয়সা।

রাজ্য সরকারের নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাপ ক্যাবে সর্বাধিক ৫০ শতাংশ ভাড়া নেওয়া যাবে। প্রতি কিলোমিটারে সর্বাধিক ২৮ টাকা ভাড়া নেওয়া যাবে। উল্লখ্য, এতদিন  ক্য়াবে উঠলেই এক জন যাত্রীকে ন্যূনতম ৪৫ টাকা ভাড়া গুণতে হত৷ এরপর প্রতি কিলোমিটারে ১০ টাকা করে ভাড়া পড়ত। তবে ঝড়-বৃষ্টি, ঝড় কিংবা হোলি, বা যে কোনও উৎসবে ইচ্ছা মতো ভাড়া হাঁকত ক্যাব চালকরা। এতদিন ক্যাবের ভাড়ার উপর রাজ্যের কোনও নিয়ন্ত্রণ ছিল না। যাত্রীদের থেকে রাইট টাইম চার্জও নেওয়া হয়। যাত্রীরা গাড়িতে ওঠা থেকে গন্তব্যে পৌঁছনো পর্যন্ত যতটা সময় লাগবে, তার উপর নির্দিষ্ট ভাড়া দিতে হয়। সেক্ষেত্রে প্রতি মিনিটে দেড় টাকা করে খরচ করতে হয় যাত্রীদের। শেষমেশ দিতে হয় সারচার্জ৷ যেটা যাত্রী-চাহিদার ওপর নির্ভর করে। প্রয়োজন বুঝে ভাড়ার এই অংশ কখনও দ্বিগুণ, কখনও তিন গুণ বাড়তে থাকে। সবমিলিয়ে ক্যাবের জন্য যাত্রীদের গুণতে হয় বেশ মোটা টাকা৷ 

ক্যাব নিয়ে নিত্য়াযাত্রীদের মধ্যে নানা অভিযোগ রয়েছে৷ এর পরেই এই বিষয়ে হস্তক্ষেপ করে সরকার৷ ক্যাব বাতিলের ক্ষেত্রেও নিয়ম বেঁধে দিয়েছে রাজ্য পরিবহণ দফতর। তাতে বলা হয়েছে, ক্যাব বাতিল করলে প্রস্তাবিত ভাড়ার ১০% দিতে হবে যাত্রীকে। এতদিন বেস ফেয়ারও ইচ্ছা মতো ঠিক করে নিত অ্যাপ ক্যাব সংস্থাগুলি। সেটা ৭০-৮০ টাকাতেও পৌঁছে যেত৷ এবার বেস ফেয়ার বেঁধে  রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, সাড়ে ৩ কিমি পর্যন্ত বেস ফেয়ার হবে ৫৬ টাকা। পাশাপাশি চালকদের কথাও ভাবা হয়েছে৷ চালকদের জন্য ১০ লক্ষ টাকার মেয়াদি বিমা, ৫ লক্ষ স্বাস্থ্য় বিমা করে দিয়েছে রাজ্য সরকার। তবে বনধ-ধর্মঘট ডাকলে চালকদের লাইসেন্স বাতিল হতে পারে বলেও সতর্ক করে দিয়েছে পরিবহন দফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *