বড় সুখবর সরকারি কর্মচারীদের জন্য

সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর এলো কেন্দ্রীয় সরকারের তরফে। খুব শীঘ্রই তাঁদের মহার্ঘ ভাতার হার ৩১ শতাংশ থেকে বাড়িয়ে ৩৪ শতাংশ করা হতে পারে বলে মিলেছে ইঙ্গিত। এর ফলে একলাফে অনেকটা বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের। ২০২০ সালে করোনাভাইরাস দেশের উপর থাবা বসানোর পরেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ডিআর স্থগিত করে কেন্দ্র। পরে গত বছর তা বাড়িয়ে ৩১ শতাংশ করা হয়।  

সপ্তম বেতন কমিশন অনুযায়ী, বেসিক বেতনের উপর নির্ভর করে মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়। কারোর বেসিক বেতন যদি ১৮ হাজার হলে ৩১ শতাংশের তাঁর অ্যাকাউন্টে মাসে ডিএ বাবদ ঢোকে ৫,৫৮০ টাকা। বর্ধিত ডিএ কার্যকর হলে ৩৪ শতাংশ হারে বেতন পাবেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা৷ অর্থাৎ ৬,১২০ টাকা ডিএ মিলবে। সেই হিসেবে যাঁদের বেসিক বেতন ১৮ হাজার টাকা, তাঁদের মাসিক মহার্ঘ ভাতা বাড়বে ৭৪০ টাকা করে। সেই নিরিখে বছরে ৮,৮৮০ টাকা বেতন বাড়বে এই কর্মীদের। 

সর্বোচ্চ বেসিক স্যালারির উপরে ডিএ-এর গণনা করা হলে কত হবে বেতন? কারোর বেসিক বেতন যদি ৫৬,৯০০ হয়, তাহলে ৩১ শতাংশ হারে এখন তাঁর অ্যাকাউন্টে মাসিক ডিএ ঢোকে ১৭,৬৩৯ টাকা। ৩৪ শতাংশ হারে ডিএ পেলে সেই সকল কর্মচারীদের অ্যাকাউন্টে মাসে ১৯,৩৪৬ টাকা ঢুকবে। জল্পনা, প্রচি বছর জানুয়ারি মাসে যে ডিএ দেওয়া হয়, শীঘ্রই সেই বিষয়ে ঘোষণা করা হবে কেন্দ্রের করফে। যদিও এই বিষয়টি এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে সেই ঘোষণা কার্যকর হলে যে কর্মচারীদের বেসিক বেতন সর্বোচ্চ, তাঁদের বার্ষিক বেতন বৃদ্ধি হবে ২০,৪৮৪ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *