দীর্ঘদিন ধরে চলতে থাকা গবেষণার মাঝেই মিললো বড় খোঁজ। দেশের বিদ্যুৎচালিত গাড়ির সংখ্যা বাড়াতে মৌলিক খনিজ পদার্থগুলির চাহিদা দিনদিন বাড়ছে। বড় খবর দিল জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তারা জানিয়েছে, এই প্রথম দেশে লিথিয়াম খনির খোঁজ পাওয়া গিয়েছে। তাদের তরফে জানানো হয়, জম্মু ও কাশ্মীরে এই খনির সন্ধান মিলেছে।
এই বিষয় নিয়ে ইতিমধ্যেই একটি বিবৃতি প্রকাশ করেছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তারা জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের উত্তরে রেয়াসি জেলায় সালাল-হায়মানা অঞ্চলে এই খনির সন্ধান পাওয়া গিয়েছে যা মোট ৫৯ লক্ষ টন লিথিয়ামের উৎস। সম্প্রতি ৬২তম সেন্ট্রাল জিওলজিক্যাল প্রোগ্ৰামিং বোর্ডের মিটিংয়ে কেন্দ্রের কয়লা ও খনি মন্ত্রকের সেক্রেটারি এই খবর জানান। মূলত বিদ্যুৎচালিত ব্যাটারি নির্মাণে লিথিয়াম কাজে লাগে। আর দূষণ কমাতে বিদ্যুৎচালিত ব্যাটারির ব্যবহার বাড়ানোর আবেদন ছিল কেন্দ্রীয় সরকারের। তাই এই খনির খোঁজ আগামী দিনের কাজ আরও সহজ করে দিল বলেই মত অধিকাংশের।
বৈদ্যুতিক গাড়ি কিংবা মোবাইল ফোনে ব্যবহৃত ব্যাটারির অন্যতম মূল উপাদান লিথিয়াম বেশ দামি। তা আমদানি করতে হয় অন্য দেশ থেকে। কিন্তু এখন যেহেতু দেশেই এর সন্ধান মিলল তাই ব্যাটারি শিল্পে ‘আচ্ছে দিন’ আসবে বলে অনুমান করা হচ্ছে। তবে শুধু লিথিয়াম খনি নয়, জানা গিয়েছে ৫টি সোনার খনির হদিসও পাওয়া গিয়েছে নতুন করে।