কোটি কোটি টাকার ঋণ মঞ্জুর

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে ফেরার পরই শিক্ষার ক্ষেত্রে বড়ো ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্য, দেশ এবং আন্তর্জাতিক স্তরে উচ্চশিক্ষার ক্ষেত্রে চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে ছাত্র ছাত্রীদের জন্য ৫৩৩ কোটি টাকার বেশি ঋণ মঞ্জুর করেছে রাজ্য সরকার। মঙ্গলবার বিধানসভায় বিদ্যালয় শিক্ষা ও উচ্চশিক্ষা দফতরের বাজেট বরাদ্দর উপরে আলোচনার জবাবী ভাষনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মাধ্যমে এখনও পর্যন্ত ২০ হাজার ৩২৩ জন ছাত্রছাত্রীর জন্য ৫৩৩ কোটি ১২ লক্ষ টাকা ঋণ মঞ্জুর করা হয়েছে।

অন্যদিকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত উৎসশ্রী পোর্টালের মাধ্যমে রাজ্যের বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষক সহ ১৪ হাজার ৭৮২ জন মাধ্যমিক শিক্ষক, ৮ হাজার ৫৮ জন প্রাথমিক শিক্ষক এবং ২ হাজার ১৬৮ জন অশিক্ষক কর্মীকে তাঁদের পছন্দের স্কুলে বদলি করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। রামপুরহাটের ঘটনার প্রতিবাদে এদিন বিধানসভা থেকে ওয়াক আউট করে বিজেপি পরিষদীয় দল৷ ফলে তাঁরা আজকের আলোচনায় অংশ গ্রহণ করেননি। তৃণমূল কংগ্রেসের মানিক ভট্টাচার্য, রফিকুল ইসলাম মণ্ডল, তরুণ মাইতি সহ পাঁচজন আলোচনায় অংশ নেন। পরে উচ্চশিক্ষা খাতে ৫ হাজার ৮১১ কোটি ২০ লক্ষ ৮৬ হাজার টাকা এবং বিদ্যালয় শিক্ষা খাতে ৩৫ হাজার ২০৬ কোটি ৭২ লক্ষ ৪৩ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব অনুমোদিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *